Saras Bou 2 | কাঠুরিয়া ও সারস বউ

Saras Bou 2 | কাঠুরিয়া ও সারস বউ

কাঠুরিয়া সারস বৌকে ফিরে পেতে নিজেই পাখির রূপ ধারণ করে পাখিদের কুলে যায়। সেখানে সারস বৌর সঙ্গে মিলন ঘটে, দুজনে মিলে রূপকুন্ড সরোবরে এক দৈত্যাকার মাছের সঙ্গে যুদ্ধ করে। শেষে তারা জলতলে ডুবে গিয়ে আবার মানবরূপে ফিরে আসে। প্রেম জয়ী হয়।