Saras Bou 1 | কাঠুরিয়া ও সারস বউ

Saras Bou 1 | কাঠুরিয়া ও সারস বউ

একদিন কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটছিল। হঠাৎ এক আহত সারস পাখিকে দেখে সে সেবা করে সুস্থ করে তোলে। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে এক রূপবতী নারী। আসলে সে-ই সারস, ভালোবাসায় মানুষ রূপে এসেছে। কিন্তু একদিন হঠাৎই দুঃখ নিয়ে উড়ে যায়—চিরদিনের জন্য।