রঙ চোরের দুনিয়া" একটি জাদুকরী ফ্যান্টাসি কাহিনি যেখানে এক ভয়ংকর ঘটনার পর গোটা রাজ্য রঙ হারিয়ে সাদা-কালো হয়ে যায়। শোনপরি, বীর, কাঠুরিয়া ও সারস বৌ বুঝতে পারে—এটা কোনো সাধারণ ঘটনা নয়, কেউ তাদের রঙ চুরি করেছে! আতঙ্কে মানুষ দিশেহারা, ফুলওয়ালা, চিত্রকর, ধোপা এমনকি বাচ্চারাও কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই বীরের দাদু জানিয়ে দেন, সাতটি জ্যোত...
Share