লাল পাখি আর একচোখা ডাইনি" একটি রোমাঞ্চকর ও রহস্যময় বাংলা অ্যানিমেশন গল্প। গ্রাম্য পরিবেশের মধ্যে হঠাৎ করে উপস্থিত হয় এক ভয়ংকর ডাইনি, আর তার হাতে বন্দি হয়ে যায় একটি লাল পাখি। কিন্তু সাহসী কাঠুরিয়া, গ্রামের মানুষ আর এক সারস বউ মিলে চেষ্টা করে এই অশুভ শক্তিকে পরাজিত করতে।
Share