স্বপ্ন খেকো দৈত্য – এক হৃদয়স্পর্শী বাংলা ফ্যান্টাসি গল্প ,এক ভালোবাসা, এক স্বপ্ন, আর এক ভয়ঙ্কর দৈত্যের লড়াই! সারস বৌ ও কাঠুরিয়ার শান্ত জীবন হঠাৎ ভেঙে যায়, যখন স্বপ্ন খেকো দৈত্য এসে সারস বৌয়ের সবচেয়ে প্রিয় স্বপ্ন কেড়ে নেয়। তাকে ফেরানোর জন্য কাঠুরিয়াকে পাড়ি দিতে হয় স্বপ্নের জগতে, যেখানে ভালোবাসা আর সাহসই একমাত্র অস্ত্র। সে কি পারবে তার প্রিয় মানুষের স্বপ্ন ফিরিয়ে আনতে?