যখন মৃত্যুর হার শূন্য... তখন যমরাজ বেকার!  কৈলাশ থেকে শুরু করে মর্ত্যে, যমরাজ খুঁজে চলেছেন সেই রহস্যময় মোক্ষ বাবাকে, যে ফ্রিতে বিলি করছেন মোক্ষ! কিন্তু মোক্ষ বাবা কি শুধুই এক ঠগবাজ সাধু? নাকি তার ছদ্মবেশে লুকিয়ে আছে এক পুরোনো শত্রু – মহিষাসুর? এই হাসি-কান্না-মায়া ও মিথ্যায় ভরা পৌরাণিক কমেডি আপনাকে একদম হাসিতে ফাটিয়ে দেবে!